ভুতু সোনার প্রিয় দল
ভুতু সোনার গায়ে এখন
বিশ্বকাপের ভুত চেপেছে,
পেপার পত্রিকা ঘাঁটছে দ্যাখো
জার্সি রং এ মেতেছে।
বিশ্বকাপ জিতবে কোন দেশ?
দো’টানায় সব পরেছে,
লাল সবুজের পতাকা গুলো
বাংলার আকাশে উড়ছে।
ভুতু সোনা ভাবনায় পরে
মেসির ছবি দ্যাখে,
পতাকা ঝুলে বারান্দার গায়
আর্জন্টিনা জিতবে তো?
১৪২১@২৬ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।