মানুষ সর্বসহা


মানুষ সর্বসহা,
এত এত যাতনা সহে!
আত্মচিৎকার নিত্য শূনি,
দেশ থেকে মহাদেশ নিত্য শোনা যায়;
উত্তরে কি দক্ষিণে?
পূর্বে কি পশ্চিমে?


কোথাও রক্ত ঝরে বুলেট বোমার নিমর্মতায়?
কোথাও মৃত্যু ক্ষুধা তৃঞ্চায় অনাহারে?
কোথাও মৃত্যু বানভাসি জলে ডুবে?
কোথাও মানুষ বাস্তুহারা, আশ্রয় হারা?


তবুও মানুষ আমরা,
আমরা আমাদের জন্য বাঁচবো
বাঁচবো সবার তরে; যেমন করে,
প্র-পিতামহের বংশ পরম্পরায়
আমাদের এই জীবন আখ্যান।


১৪২৪/০২, ভাদ্র/শরৎকাল।