---------একদিন তোমাকে ফেরাবে


সেই স্মৃতিগুলো,
একদিন তোমাকে ফেরাবেই;


সেই পুরাতন পথ!
আগোল খোলা আকাশ তো, কত কিছু ভুলেছ? খসে পড়া পালকের মতো
ঝরে গেছে কতক? কাঠ বাদাম তলে, বৃষ্টি ছোঁয়ার মাতম;
ঝরা পাতায় সাড়ি বেঁধে চলে পিঁপড়ার দল। স্মৃতির ভির করা উঠানে
সজনে ডালে ভেজা কাক; উঁকি দিয়ে দ্যাখে
এখনো কতক খসে পড়া স্মৃতি তোমার।


ফিরবে বলে বাসন্তী বেলা
তোমার আরাধ্য বিরহ অভিমানে কাঁদে; বলে উঠে চুপিসারে
অরণ্য বিলাপ। ঝিরঝিরে বৃষ্টিতে নেতিয়ে পড়া লজ্জাবতী যেন
বৃষ্টির ছোঁয়া মুর্চ্ছা যায়।


আঙ্গিক খোলসে লুকিয়ে ছিল কিছু স্মৃতি
তুমি তাও ভুলে যেতে বসেছ; বিষম খেয়ে তন্দ্রা
অভিমানে আবছা পথে হাঁটে
যাক তা সরে যাক আসমান জমিন ভেদে
তবুও যাতনা বার বার ফিরে; কুটুম পাখি যায় ডেকে
একদিন তোমাকে ফেরাবে।


আজ ২৮ ভাদ্র ১৪৩০