এমন দিনে ভুতু সোনা


জ্যৈষ্ঠ মাসের ভেপসা গরম
কাঁঠাল পাকায় মজে,
পাকা আমের বোটা খুলে
গাছের তলায় পরে।


লিচু পাকে গাছের ঝোপায়
শেয়াল চেয়ে রয়,
কুকুরটার ঐ ডাক শুনে
লেজ গুটে পালায়।


এমন দিনে ভুতু সোনা
মামার বাড়িতে নাই,
শহুর মুখো পাকা ফলে
শেষ ভরসা তাই।


১৪২৪/১৫, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।