বর্ষা এলো সাঁঝে


এমন বর্ষায়
জলের ছোঁয়ায়! স্বপ্ন, রাঙা রসে
মেঘে মেঘে যায়রে উড়ে
ঐ যে সুদূর পানে।


ষ্ফটিক দানায়
জল ছল ছল! বিরহ ডাকে সারা
জলের ঢেউ উছলে পরে
সিক্ত হাওয়ার উজান ঠেলে।


মেঘ বালিকা মেঘে মেঘে
ঝর ঝর ধারায় ঝরে! সাত রং এ
রংধনু ঐ পুব আকাশে
মেঘের গায়ে আলোর খেলায় নাচে।


বর্ষা এলো সাঁঝে
সিক্ত আলোর! মিঠাই সাজে
বাদল সাঁঝে জলের আঁধার
গাঁও ঢেকেছে মেঘে।


১৪২৪/২২, আষাঢ়/বর্ষাকাল।