শূন্যে মিলায় শূন্যে দহন


কোন পথে পথ যে চলা?
শৈশব, কৈশর, যৌবন!
পেরিয়ে বহু পথের কানা গলি;
নির্মল স্বচ্ছতা গুলে
ঘোলা জলে ডুব সাঁতারে
আদি অন্ত গেল সবই ক্ষয়ে।


অবশিষ্ট তাও ক্ষয়ে ক্ষয়ে
তলানিতে যায় মুদ্রা দোষে;
তবু ফিরে না বোধ! আকল
ডুবে ফেসে যায় কাদার প্যাঁকে
ঝরা পাতার আমলকি বন
শূন্য মোহে বিলাপ করে।


শূন্য মোহ তাড়িয়ে বেড়ায়
জ্যান্ত শরীর জড়তে ফেরায়
দেহ মন ফেসে যায়! অনন্তকাল
ভরসায় মৃত্তিকা সব করে হরণ
ললাটে ছিল তারই লিখন
শূন্যে মিলায় শূন্যে দহন।


১৪২৩/২০, চৈত্র/বসন্তকাল।