-------বাবুই বুননে খাসা বাসা


বাবুই বুননে খাসা বাসা
ঝুলে রয় পাতার শিকড় ধরে
আকাশ তার উল্টারথ
দেখছে পিছন ফিরে।

আকাশ তুই নীলের কার্নিস
মেঘ মেঘমল্লার জলে ভাসে
হাওয়ার নাচন উঠলো জেগে
মেঘের গর্জন কাল বৈশাখে।

সেই তো বাবুই বুননে সারা
বাবুই বাসা দুলে নিত্য সারা বেলা
মেঘ দ্যাখো ঈশান কোনে গরজে
আকাশ নীল পালিয়ে বাঁচে।


আকাশ নীল যায় পালিয়ে
দূর হতে দূরে;
সহসা হারিয়ে গেল পাখিদের
আঁকা পথে;
মেঘ বুননে জল বুননে সহসা
বাতাস গায়
বাবুই বুননে খাসা বাসা তালগাছ
দাঁড়িয়ে রয়;

১৪২৬/বৈশাখ/গ্রীষ্মকাল।