---অমানিশায় পথিক নিঃস্ব হয়!


আমাকে আমি কতবার প্রশ্ন করেছি?
শুদ্ধ মৃত্তিকা বুনে, সময়কে টেনে ধরে
পথিকের পথের মতো করে; যদি যাতনা মুছে স্বপ্ন ফিরে!


ফেরারি স্বপ্ন নিত্য অভিমানে পালিয়ে বেড়ায়
পথিকের পথে যেতে যেতে দিগন্তে মিলিয়ে যায়
মৃত্তিকায় জলজ রসে বান; মেঘের শরীরে বিস্মৃতি বৃষ্টি!


অনামিকা ঐ আকাশ দেখায় পথিক পবনে
নীলের ধূসর অপরাহ্ণ মায়া শূন্য আঁধারে লীন
যাতনা ঘুচাতে মেঘ বরিষণে; এ কি আহ্লাদে মৃত্তিকা ঘ্রাণ?


যে ঘ্রাণে মোহ নেশা পথিক পথে স্বরনে
কস্তুরী অম্বর টানে টান ছুটে চলে পথে পথে
থলিতে শরীরে নেই মন ধনে টানে ঐ; সমুখ পথে মিলিবে এবার!


পথিক পথে পথে ঘুরে সারা প্রান্তর ওপ্রান্তর
সুধাইনু পথে পেলে কি মর্মমূলে আদি অন্ত ছুটাছুটি?
ধরিতে সময় ফিরে অতীত কথা কয়; অমানিশায় পথিক নিঃস্ব হয়!


১৪২৫/অগ্রহায়ণ/ হেমন্তকাল।