প্রসন্ন মায়ার আশ্রম বুনে জলধি বর্ষায়


বৃষ্টির উম্মাদনা রাত ভর,
শ্রবণের ঝর ঝর অনামি কবিতারা পড়ছে চুইয়ে
নন্দন খিরকির ফাটল বেয়ে;
সিক্ততার ওম ঘরজুড়ে
আঁধারে টিকটিকির বিরহী মুর্ছনা ঘরময়!
দেয়ালে দেয়ালে জলে ভেজা জোছনা বিলাপ এঁকে যায়।


নগর ভেসে যায় জলে,
গভীর রাতে ক্ষ্যাপাটে কুকুরের মহু মহু বিভৎস গর্জনে
অলি গলির আঁধার ঠেলে বেড়িয়ে যায়;
নন্দন রাতের মোহনীয় নির্যাস অনাহত ভুতুরে বেশে।


আকাশে মেঘের লড়াকু জল বর্ষনের বিলাপ
নগরের চকচকে ফুটপাত!
বকুল তলার একটু আঁড়ালে পলিথিনের অনামি আবাস
একটু একটু করে ভেসে যায় জলে।
একটু আশ্রয় ঐ ক্ষ্যাপাটেদের কেউ লেজ গুটিসুটি
কুঁই কুঁই আওয়াজে প্রসন্ন মায়ার আশ্রম বুনে জলধি বর্ষায়।


১৪২৪/৯, শ্রাবণ/বর্ষাকাল।