_______যদি মিলে ভালোবাসা


নতুন করে আর কিছু হয় না
পুরাতন কে বারং বার মাজাঘষা;
নতুন অবয়ব দেয়া মাত্র
তবুও নতুন রুপে
নতুন কথা বেশ লাগে জ্যৈষ্ঠের বৃষ্টির মতো
আরাম দায়ক বল;
তুমি তো ভুলেই গেছো
ঢলে পড়া বেলার দ্বি প্রহরে সেই লম্বা ছায়া দেখা
পিচঢালা পথে বালুকা বেলার।


তুমি তো ভুলে গেছো কত কিছুই?
ঝিমিয়ে পড়া বারান্দা তার প্রমাণ আঁকে নিত্য সাঁঝে
বিরহ হাওয়া কি শৈথিল্য পরম মায়ায় মাখায়?
সেই পুরাতন আবহনে।


মন তো এখন আর মন সাধে না
কতক ভাবনায় বিদ্রুপ টানে
আর বলে; এবার যাও ফিড়ে যাও
অন্য কোথায় অন্য কোনখানে, যদি মিলে ভালোবাসা।


১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।