________বেবস  কালের ইতিকথা
প্রাণ সর্বস্ব
বেবস জীবের সাধ্য কতটুকু?
প্রাণ, শ্বাস থাকে যতক্ষণ;
ততক্ষণ সাজ সাজ!
র রা দহন, অহম দ্রোহ বিদ্রোহ
বাগ যুদ্ধ কত কত কল্পনা?
পরিকল্পনা;
অনাগত সামনের পথের পাথেয় আশায়
ফল দায়ি বৃক্ষের মতো ফের বছর আবার আসবে ফল
মাটি, প্রাণীরা করবে কোলাহল,
পক্ষী দল গান গুজরান
অমিত ছায়ায়।


বেবস,
প্রাণের চেতন বিবর্জিত,পথ হারা
অথচ তার স্বপ্নভুমে বিস্তর খোলা মাঠ সবুজ সবুজে ঠাসা
মেঘের চাতালের মতো পরতে পরতে আঁটা
মেঘের পর মেঘ সাজিয়ে।
কত কত কাহিনী?
তা কেউ জানে না?
শুধায় না কেউ?
কারন, শুধাইলে কোন উত্তর না পায়।
বেবস  কালের ইতিকথা
কবিতা যে তার কঙ্কাল শরীর সর্বস্ব
কবিতায় আঁকে প্রচ্ছন্ন ইঙ্গিত
সূক্ষ্ম মাদকতা।


আজ ৭ কার্ত্তিক ১৪৩০