---সসীম কালের অমরত্ব


সৃষ্টি খেলায় পানি পানি
বায়ু বাতাস মাটি; কালের স্তরে কাল ডুবে রয়
তার খবর কেউ কি রাখি?
আদি অনন্ত ভাবনায় ডুবে
পথিক দিশা হারা; সৃষ্টি খেলায় এমন তরা
রাত পোহালে গড়িয়ে সন্ধ্যা বেলা।


আসমান পরতে আঁধার আর আঁধার
বেশুমার আঁধার কেমন রূপের শোভা? চক্ষু মুদে পথিক আপনহারা
স্বপ্ন বিভ্রম না কি ঠাঁই খুঁজে পথের ধুলায়?


চলতে পথে পথিক পথে
হোঁচট খায় যে জন্ম হতে; সরল পথের পেলেই দ্যাখা
জীবন বোধে তবেই মুক্তি!
মাটি ছিনে সৃষ্টি খেলা
অসীম সসীমের বিস্তর মেলা; কোন চাতালে পথিক সনে?
অভ্যর্থনা ঐ পানিতেই, সসীম কালের অমরত্ব ।


১৪২৫/ অগ্রহায়ণ/ হেমন্তকাল।