কেন জানি নিত্য পুড়ি দুঃখবোধে!


কেন জানি নিত্য পুড়ি দুঃখবোধে!
আঁজলা ভরা জল,
চুঁয়ে চুঁয়ে নিঃশেষ নিমেষেই;
আঁকড়ে ছিল যতসামান্য
তলানির মানদন্ডে অতিসামান্য!
তৃঞ্চাবোধে পুড়ে, নীল হারিয়েছে আসমান
কদাচিৎ ধূসর বিদ্রুপ আঁচল উড়ায়
মেঘের কার্নিশে।


ফিরবে বলে, তোমার গারস্থ্য ছামানা
উন্মূখ চেয়ে চেয়ে প্রহর গুনে।
মুখিয়ে থাকে চঞ্চল বাতাস,
গ্রীষ্মের তাপদাহ!
ঈশান কোনে কালো মেঘের গর্জন।


গুমোট গরমে,
মেঘেদের তীব্র ছুটাছুটি
মেঘে মেঘে মেঘের ছায়ায়
রৌদ্রের লুকোচুরি।


০৪,বৈশখ/গ্রীষ্মকাল/১৪২৪