জামার বোতামে রইলে না আর


জামার বোতামে রইলে না আর
জলছবির জলে রইলে কেঁপে কেঁপে!
আঁজলা ভরা জল ফুড়ালে
মেইয়ে গেলে সেই আগের মতো
কোন সে পাড়ে?


চন্দনার দুপুর গড়ালে অভিমানী মেঘ
কোন সে পরতে?
জলে ভাসা বৃষ্টির ছল করে
আচমকা ভিজাবে বলে; রইলাম চেয়ে
খোলা আকাশের নীচে বসে।


বিরহী বিদ্রুপ কালো মেঘ
ছল করে গগন বিদারি হাঁক ছেড়ে
খোলা আকাশটা;
ঢেকে দিল ক্রোধে!
একলা আমি,
সেই একলা হয়ে রইলাম পড়ে
মেঘের বিদ্রুপে;
তোমরা ছোঁয়া জল মেখে।


১৪২৪/০৫, ভাদ্র/শরৎকাল।