* (নির্মম সমালোচনা চাইছি, নিজেকে শোধরানোর স্বার্থে...) *


তোমার সঙ্গে আড়ি।
গুড়-রুটি নয়, ছুঁড়ে দিয়েছিলে
সাতমহলা বাড়ি।


শোবার ঘরে চাঁদ।
জানালা-গরাদ বুনে দিয়ে গেছে
অস্টাপদীর ফাঁদ।


রাজার মা-কে ডাইনি
এমন সত্যি বলার স্বাধীনতা ছাড়া
আর কিছুই তো চাইনি।


এই হল অপরাধ।
ভূখা পেটে কিল মেরে শেষে
ঠিকানা – জেলগরাদ


মহল-গরাদ-চাঁদ
ভেদ করে শুনি জলোছ্বাসের
প্রতিবাদী কলনাদ।


এই টুকুই তো আশা।
পকেট ভরিনি, যেটুকু পেয়েছি
মানুষের ভালবাসা।