.
.
মনের মধ্যে বসতবাটি, বাস করে এক অচিন পাখি
ঝড়ের দোলায় দুলিয়ে দিয়ে রাতভর তার ডাকাডাকি
.
যখন তখন মনের ঘরে
পাখি আসাযাওয়া করে
লেজ দুলিয়ে গান ধরে সে, ধরতে গেলে দেয় যে ফাঁকি।
.
পাখির আমার অনেক বেশ,
হৃদয়ে তার প্রেমের রেশ
ডানায় ছড়ায় রামধনু রঙ, আসল সোনা, নয় গো মেকি।
.
ও পাখি তোর আকাশটা দে
সাতরঙে মন রাঙ্গিয়ে নে
(পাখি) নিয়ে চল মন অচিনপুরে সোনার সুতোয় বাঁধব রাখি।