রাতজাগা এক জোনাকি তুই
এল কি ঘুম ডাগর চোখে?
নিজের ভিতর অনেক ব্যাথা
সামলে রেখে, আগলে রেখে
অনেক বাঁধা? দূরের বাঁশি
শুনিস বুঝি একলা রাধা
কৃষ্ণ তবু তেমনি থাকে
যেমন ছিল অনেক আগে।


জোনাকি, তুই কেমন তরো?
জ্বালিয়ে চলিস নিজের আলো
অথচ দৃষ্টি অন্ধকারে
নিঝুম রাতে তারার ভীড়ে
এই আঁধারে কাকে খুঁজিস
তুই কি তার দুঃখ বুঝিস?
কষ্ট-বিষ পান করে আজ
নীলকণ্ঠী রাধা এখন
নিদ্রাহীনা, ও সোনামন!


(বর্ষালিপি)