সাহিত্যের কাঁচা পথে হেঁটে যায় অক্ষররেখায়
কখন যে সূয্যি ওঠে, কোন অবেলায় ডুবে যায়
কবির আশা, পেট ভরে যদি শব্দ খাওয়া যায়।
হায়! শব্দের ঝোল ও ভাজা, তরকারি, ডালনায়
জমকের টকসা ভাব , রূপকের ঝাল ঝাল স্বাদ
স্বর মাত্রা বৃত্তের চাকায় অনির্দিষ্ট মায়া পরমাদ
কুহকী নাগরদোলা ঘূর্ণমান উপন্যাস ও গল্পের
পাতায় হাতছানী দেয় ধুলোমাখা কুজ্ঝটিকায়।
কবি ঘুরে ফেরে তার রাতের আহারের সন্ধানে
অক্ষরের পথ ধরে শব্দ ছেনে জীবনের মানে।