স্বপ্নে দেখি ঘন বরিষায়/
মত্ত দাদুরী আনন্দগান গায়/
অবিরাম ঝরে চলে শ্রাবণধারা/
বরষার জলে হয় সিক্ত ধরা/
ঘন কালো মেঘে ভরা শ্রাবণগগন/
বাতায়নে বসে তার রুপে হয়ে রই মগন/
মাঝে মাঝে বিজুলি ঝলসে ওঠে/
রাখাল গরু নিয়ে ফেরে গোঠে/
পথঘাট মাখামাখি কাদা ও জলে/
বৃষ্টি গায়ে মাখি এ মন বলে/
সহসা চিৎকারে ঘুম ভেঙে যায়/
দেখি ঝলমলে রোদ,হায় বরষা কোথায়।