পুরুষের সৌন্দর্য্য তার কাজে,
ঘামে ভেজা বুক, পীঠ, কপালের ভাজে।
কাজ হীন পূরুষ সুন্দর নয়,
যতই নায়কী থাক, থাক অভিনয়।
যতদূর ছুটে যাক, কাজ বলে কথা,
শ্রম দেয়া হৃদয়ে থাকে চারুলতা।
ভিজে যাওয়া মন, শোক তাপ সব,
ঠিক হয়ে যায় শত, শত অনুভব।
কাজের ঘোরেতে তার,
হাসি মুখে বয়ে যায় আপনার ভার।