“কবিতাটা আমি আমার কলেজ লাইফ এ লিখেছিলাম। তখুন কার লাইফ স্টাইল এবং কিছু রেট্রো রিলেসানশিপ কে ঘিরে এই কবিতাটা...”


ক্যামেরার অ্যাঙ্গেল টা ঠিক নেই
আই লেভেল টা নেমে গেছে,
ফোকাস টা আসছে না ভালো
সেবার শুটিং টা ভোগে গেলো


এবার গানের এ্যালবাম ধরলাম
সেবারও বড্ড ব্যস্ত হয়ে পড়লাম
চারটের বদলে ছটা বার করলাম
স্টারও হলাম


সেবারে দিল্লির কনসাট-এ বলেছিলে না;
সেট্‌ল্‌ যব্‌ ,এবার আর ফিরবেনা;
কলকাতা খুব নাকি খারাপ,
ফিরেও তাকাবে না,
তাই বলি, পাল্টে গেছে সব।


ব্যস্ত আছো না? ভালো কথা,
আমায় মনে রেখো।
মনে রেখো আমার কথা।


কিছুদিন আগে লিখেছিলে
ক্রিয়েটিভ কিছু করবে
কোথায়,কিছু বললে না তো,
কিছু ভেবেছ,না আমার মত.........?


রাজারহাট টাউন হয়েছে এখানে,
দেখলে পারতে খুব বড়সড়,
যদিও তুমি তো আসবেই না,
মনে হয় দেখবেও না।


ব্যঙ্গালোড়-এ পরিবেশ টা খুব ভালো না?
শুনেছি,পিসেমশাই-এর থেকে
কিছুদিন আগেই গেছিল,
কালকেই ফিরেছে,তাই বলছিল।


তুমি কি এমনই দূরেই থাকবে.........??
এখানে কি কখনই সিফট্‌ করবে না?
ভেবেছিলাম, আসতে আসতে
গুছিয়ে নেব সব,
জানিনা,তা পারতাম কি না;


তুমি কি লং ডিস্টেন্স রিলেশনশিপ
বিশ্বাস কর?লিখো............
আবার, লুকিয়ে প্রেম টেম করছ না তো?
দেখো...!


এখন অনলাইন হওয়া ছেরে দিয়েছ না?
কখন হও?
আজকাল তুমি আমার থেকে
অনেক দূরে দূরে রও।


আসবে না আর.........
সত্তি,সত্তি আসবে না আর?
বাহ!...............
চিঠি লিখবে তো?
না,তাও লিখবে না আর?


অনেক দিন ওয়েট্‌ করে
আজ একটা চিঠি পেলাম
জানিনা নিজেকে দূরে
সরিয়ে নিয়েছ কি না,
তাই আমিই,সরে গেলাম..................
অনেক দিন পর তোমার চিঠি পেলাম।