আমি যদি হতেম রবি
আর তুমি নতুন বউঠান,
প্রেমের আগুনে পুড়তে তুমি
আর পুড়ত আমার প্রান,


গগনে যখন জমতো মেঘ
জমতো যখন খেলা,
আমার তোমার সেই কানন ভরে
গড়তো প্রেমের মেলা।


সেবার-এর বিলেত যাওয়া,
চন্দনে কাছে আসা,
তোমার খাটে , তোমার পাশে শুয়ে,
কত গল্প, কত কবিতা,
আর তোমার ভালবাসা।


তোমার ঘর চিলেকোঠায়,
আমার যে মুক্তদ্বারে ,
সময় পেলেই ছুটে যাই
আমি বারে বারে ,


সেদিন যদি চলেই গেলে,
গেলে আমায় ফেলে,
আজও সেই বাড়িতে
তোমার স্মৃতি মেলে।