চলিয়া যাই ,চলিয়া যাই
ফেলিয়া যাই তোমারে ,
তুমি অমন করিয়া মলিন চোখে
কেমনে তাকাও আমারে,


মুখে নাই রুচি, মনে নাই সুচী
চোখে কত কষ্ট তোমার,
শ্রাবণে ধুইয়া গেল তোমার অস্তিত্ব
বজ্র গর্জন রত ধুম্র রাশি,
রইলো না আর।


মাথার সিঁদুর ছিন্ন ভিন্ন
আলুথালু দেহের বস্ত্র,
শুকায় গেল অজানা শোকে
কোন সে দুঃখ, কোন সে কষ্ট,


খাটের উপর বসিয়া ছিলে
এলিয়া পলক মেলিয়া,
দেখিলে আমারে
উঠিয়া বসিবা নাই তাই,
নতুবা উঠিতে মঞ্জুরি মতো খেলিয়া।


তোমার চমকে উঠিত তরঙ্গ
উঠিত ঢেউ, উঠিত উন্মাদ সমুদ্র,
তোমার চোখেতে আমি যে ছিলাম
আজও আছি তোমার স্বপ্নরুদ্র,


শেষের কালে কেন তুমি তন্দ্রা হারালে
স্বপ্ন হারালে, আমার অভিমানে,
তুমি যে আছো আজও কবির
কবিতা অভিযানে।