গুণীজন জিগায়, খচ্চর কারে কয়?
খচ্চর হইচ্চে কি, ইয়ে মানে,
একখান ব্যক্কামুলক পশু হইতি পারে,
মিনষেও হতি পারে, তবে ব্যব্বহারে,
ইয়ে মানে, পাহাড়ে যায় যারা
ধইরা নেয় একখান,
দেয় বইস্তা বইস্তা মাল ঝুইল্যা।
তাইল্লে....., খচ্চর মানষে কয় কেন?
অতি বড় সইত্য,
মিনষে গুলিও তো মাল বয়ে,
না, না ই মাল সে মাল নয়ে,
অন্যরে বাঁশ বেইচ্চা সে মাল পকেট্টে পোরে,
আনন্দ হয়ে বটে......,
শান্তিও পায়,
উহারে ভালো ভাষায় খচ্চর বইল্লা হয়।