------------------------------------------জীবনের এই সন্ধিক্ষনে,
অতীত কেই বেশী পড়ে মনে।

পাওয়া না পাওয়ার এই দুনিয়ায়,
সুখের চাইতে পেয়েছি বেশী দুঃখটায়।

নিঝুম রাতে যখন ঘুম ভেঙে যায়,
অতীতের অনেক স্মৃতি আমাকে কাঁদায়।

জলহীন কান্না,ভিতরে হৃদয় ফাটা আর্তনাদ,
হাহাকার বুক,স্বাক্ষী কেবল আঁধার রাত।
------------------------------------------