আঘাতে আঘাতে শক্ত পাথর হয়েছি
সামান্য আঘাতে কষ্ট হয় না আমার
জীবন চলার প্রতিটি পথে আঘাত
আমার সঙ্গে থাকে!


জীবন চক্রের বাঁকে বাঁকে কঠিন
কঠিন বাস্তব লুকিয়ে থাকে !
মেরু দণ্ডের শির দাঁড়া নিজের সিদ্ধান্তে
অনড় থাকা, ভেঙ্গে পড়লে বিপদ ঘটা।


লক্ষ্য তোমার স্থির কর কঠিন সাধনায়
লেগে পড়ো, সাধনায় সিদ্ধি মেলে তর্কে
বহুদূর, এখন যারা অবহেলা করছে,
তারাই তখন কুর্ণিশ করবে !


হতাশা মানুষকে পিছু টানে, সামনের পথ
রুদ্ধ করে, সহজ পথ কঠিন হবে,
দূঢ়চেতা মন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে তখন !


প্রতিটি মানুষের একটি শপথ থাকা জরুরী
কোন কিছুই সহজে তোমার জীবনে ধরা দিবে না,
সৎ, নিষ্ঠা, একগ্রতা আর সাধনায় পৌঁছবে অভিষ্ট লক্ষ্যে।