তোমাকে যখন প্রথম দেখি, কেন যেন বুকের ভিতর
ঝড় বয়ে গেল বলতে পারি না !
মনের অজান্তে তোমার প্রতিচ্ছবি ভেসে বেড়ায়
চারিদিকে যা দেখতাম তাই ভাল লাগত আর আনন্দ পেতাম,
কেন তা বলতে পারব না !


যখন তোমাকে দ্বিতীয় বার দেখি কেন যেন আমার হাত
পা কেঁপে উঠেছিল, গলা শুকিয়ে এসেছিল, তাকিয়ে দেখতে
পারছিলাম না, শরীরে আড়ষ্টতা বোধ করছিলাম, বন্ধুরা পিছন
থেকে ডাকতে ই চমকিয়া উঠেছিলাম।


তৃতীয় বার দেখার পর আমি বিচলিত বেশী হয়েছি,
পড়া লিখায় মন বসত না, একা থাকতে ভাল লাগত,
ঘুমের মধ্যে স্পর্শ করতে ইচ্ছে করতো,
আমি জেগে জেগে ঘুমানোর ভান করতাম,
ইচ্ছে করতো তোমার কাছে ছুটে চলে যাই,
কেন তা আমি বলতে পারব না।
সিদ্ধান্ত নিলাম তোমার সাথে কথা বলব!


চতুর্থ বার দেখার সাথে সাথে তোমাকে ডেকে বসি,
থমকে দাঁড়ালে তুমি, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিলে,
জিজ্ঞেস করলে আমাকে ! বললাম হ্যাঁ, কাছে যেতেই গলা শুকিয়ে এলো,
জিহ্বা ভিতরে চলে যেত লাগল, যা মুখস্থ করে এসেছিলাম সব ভুলে গেছি,
কিছুক্ষণ পর বললাম তোমাকে তোমাকে, তুমি বললে বলেন !


এখন তাকে ছাড়া কিছুই হয়ে উঠে না, সে না থাকলে কোন কাজই সম্পন্ন হয়না,
কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনের আবেগ, চাওয়া-পাওয়া সব যেন হারিয়ে যাই,
এ কেই কি ভালবাসা বলে !