জীবন থেকে একটি দিন চলে গেলে
মনে হয় মৃত্যু যেন এক দিন এগিয়ে এলো !
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ভেবেই
কেমন যেন আমার হাত পা শুকিয়ে যায়!


কি আশ্চর্য ! এই অপ্রিয় সত্য বিষয়টি সকলের জানা!
তবুও মানুষ পাগলের মত টাকা-পয়সা, ধন-দৌলত,
ক্ষমতার পিছনে ছুটছে প্রতিনিয়ত।
মৃত্যুর কথা দিনে এক বারের জন্য ভাবে না !


পৃথিবীতে মানুষ জন্মের পর একটি চক্রের মধ্য দিয়ে যায়,
যেমন শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন,
যৌবন থেকে মধ্য বয়স এবং বৃদ্ধ।
বৃদ্ধ বয়স টা এলেই যেন বাঁচার আকুতি জাগে মনে।


মাঝে মাঝে মনে হয় আরো পরে জন্ম হলে ভাল হতো!
আবার মনে প্রশ্ন জাগে আমার আগে যারা
জন্ম নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে,
তারাও কি আমার মত ভাবত !


পৃথিবীতে সৃষ্টির কল্যাণে মনীষিদের খুঁজে পাওয়া যায়
যারা মানব কল্যাণে কিছু সৃষ্টি করে গেছে !
তারা মরে ও যুগ যুগ ধরে এই পৃথিবীতে বেঁচে আছে।