আমিও অংশ নিবো একদিন এই মৃত্যুর মিছিলে,
চলে যাবো বহু দুরে ধরা ছুঁয়া র বাহিরে
সবার আড়ালে পাড়ি দিব না ফেরার দেশে।
ভিন্ন এক অন্য জগতে হয়তো পড়ে রবে কারো
স্মৃতির পাতাতে!
ইতিহাসের পাতায় ঠাঁই হবে না জানি!
তবুও মন তো জানে, স্বার্থপর এই বিশ্বে
পুঁজি তে পুঁজি তে সংঘাত,
ধর্মের দোহায় দিয়ে রক্তপাত, নারী ধর্ষণ,
পিতৃ পরিচয় হীন শিশুর জন্ম,
লোভের লেলিহান শিখা প্রতিনিয়ত জ্বালিয়ে রাখছে
নিজের স্বার্থে!
কি অসুবিধা করেছিল তোমাদের রুহিংগারা,
ফিলিস্তিনিরা, আফগানী রা!
কুত্তা, বিড়ালের মত ধ্বংস করে যাচ্ছ হর দিন
নারীকে ধর্ষণ করার সময় কি তোমাদের ধর্ম
নষ্ট হয় না,
তোমার কি মনে হয় না, যে পথে তোমার জন্ম,
সে পথেই কু-কর্ম করছো!
তোমাদের শরীরে কি মানুষের রক্ত আছে !