ইছামতি নদীর তীরে ভরা জ্যোৎস্না রাতে
বসে আছি মোরা ক’জন,
ওপারে গগন চুম্বী পাহাড়ের চূড়া
নয়ন ভরে কু-জন,
চাঁদের কিরণ ঝিকিমিকি করে জলে
চোখ করে আস্ফালন,
নদীর ঘাটে বাঁধা আছে পারা পারের তরী
ঢেউ’র দোলায় দুলছে,
ভেটুল গাছের আড়াল হতে চাঁদের
কিরণ হাসছে,
ঘরের কোনে মনের আনন্দে হুক্কাহুয়া
শিয়ালের দল ডাকছে,
পোষ্য কুকুর তাড়া করে পিছু পিছু
ঘেউ ঘেউ করে ছুটছে,
রাতের তারায় ভুবন জ্বলে জাগে মনের বাতি
নদীর জলে চাঁদ হাসে
তরী তে বসে চাঁদের কিরণ আমরা অঙ্গে মাখি।