প্রতিটি নর-নারীর জীবনে ব্যর্থতা থাকা উচিত
কোন কিছুর সফলতা পেতে হলে এটা জরুরী,
আমাদের সমাজে ছোট পরিবারের জয়জয়কার
পরিকল্পিত সন্তান সঠিক ভাবে লালন পালন করা যায়,
বর্তমান অভিভাবকেরা মনে করেন !


আমার মা-বাবা কি ভুল করেছিল চৌদ্দ জন সন্তান জন্ম দিয়ে,
আমি এখন বাবা, বর্তমানের সাথে তাল মিলিয়ে ছোট পরিবার
ঘরে বাহিরে আমরা দু’জনই কর্ম-জীবি,
ব্যক্তিগত ভাবে মেয়েদের স্বাধীনতায় বিশ্বাসী।


বাবার এত গুলো সন্তান থাকায় সংসারে অভাব অনটন ছিল
বিত্ত-বৈভবে র মধ্যে রেখে মানুষ করতে পারেনি,
সন্তানের শখ, আহ্লাদ, পুরুন হয়নি ঠিকই কিন্তু সকলে সহবত,
ধৈর্য, পাওয়ার আকাংখা, অপেক্ষা, জেদ, পারিবারিক কাজ,
লেখাপড়া, নেতৃত্ব, আতিথেয়তা ইত্যাদি
সব কিছুই পরিবার থেকে হাতে কলমে শিখেছি ।


ছোট পরিবারের সন্তানরা বাড়ীর কাজের মেয়ের উপর নির্ভর শীল
সংসার ভাল চলার জন্য দু’জনে চাকুরি করে।
সন্তানেরা মা-বাবার আদর যত্ন থেকে বঞ্চিত,
একাকীত্ব হতাশা থেকে সন্তানেরা বিপথে ও অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ে,
অভিভাবক দেখেও দেখে না, একে অপরকে দোষারোপ করে।


কর্ম জীবন শেষে বাবা-মা একাকীত্ব ও হতাশায় ভোগে,
সন্তান বাবা-মার দায়িত্ব পালন করে না তারা অন্যের উপর নির্ভর শীল,
এখন নিয়তি বলে চালিয়ে দিচ্ছে, কি অদ্ভুত মানুষের জীবন প্রকৃতি।