যা যা বর কোথায় চলেছ
কিছু না বলে!
জন্ম আমার রাস্তা ঘাটে
পথে আমার বাস,
ধনী লোকের পায়ের তলায়
মধ্যবিত্তের চক্ষুশূল,
নিম্ন-বৃত্তের ঘৃণার পাত্র
ভেবে হই আকুল।
সকলের ঘূণা অপমান মাথায় নিয়ে,
আনন্দে চলছে জীবন।
নেশার রসদ পেটে পড়লে
বদলে যায় জীবন,
যা যা বরের ছেলের প্রেমে
হাবুডুবু খায়, উঁচু তলার মেয়ে
কেমন আনন্দে গান গায়।
প্রেমের নাই ভেদাভেদ হঠাৎ চলে
আসে, উঁচু নিচু র তলার মাঝে
মনের ভিতর সে যে।
রাম, লক্ষণ, সীতার প্রেম আছড়ে
পড়ে ভুবনে! তাই তো !
স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে।