দূরবীন দিয়ে ভবিষ্যৎ দেখি
দেখি জীবনের জয়গান,
কাছে কিংবা দুরে থাকি
দেশে থাকে আমার প্রাণ।


সবুজে ভরা ফসলের মাঠ
তাল গাছ সারি সারি,
মেঠো সুরে বাজায় বাঁশি
ভাওয়াইয়া আর ভাটিয়ালী।


সরিষা ক্ষেতে মৌমাছিরা উড়ে
মধু খায় ফুলে ফুলে,
সন্ধ্যা বেলায় ঝি ঝি পোকার ডাক
সাথে শিয়ালের হাঁক।


ঝোপ জঙ্গলে কড় কড় শব্দ
ভূত পেতনীর বসবাস,
অন্ধকারে জোনাকিরা জ্বলে নিভে
পথিক হাঁটে পথ।


চাঁদের উদয় নীল আকাশে
গড়িয়ে যায় রাত,
বাংলায় আমার নাড়ী পোঁতা
জন্মভূমির স্বাদ।


বাংলা মাসে সাজানো আছে
প্রকৃতির রূপ থরে থরে,
বাঙ্গালী হয়ে জন্ম আমার
গর্ভে বুক ভরে।


বাংলার মাটিতে মরিতে চায়
এই তো আমার চাওয়া,
পুনঃ-জন্মের সুযোগ হলে
বাংলায় ফিরে আশা।