সুদূর গ্রামে জন্ম আমার
জন্ম দিয়েছে মা।
ভাগ্য আমার এতই খারাপ
জন্মের পরে মা হারায়,
বুঝে উঠার আগে বাবা
কিছুই বুঝলাম না।


বিধাতা তোমার এ কেমন বিচার
বড় হয়ে একি অনাচার,
দাদা দাদু দুরে ঠেলে
ভরন পোষনের ভয়ে,
নানা নানী মানুষ করে
আধা-পেটা খেয়ে।


মেয়ে হয়ে জন্ম আমার
সর্বনাশী আমি!
যৌবনের রূপ গায়ে গতরে
সবার দৃষ্টি আমি,
সর্বনাশে অশ্বিনী সংকেত মনে।


জীবন যুদ্ধে তাড়িয়ে বেড়ায়
সকাল দুপুর রাত,
এতিম হলে করুণা করে
সবাই বাড়ায় হাত।