আংটি বদল বদল হলো মন  
ভেবে ফিরি সারাক্ষণ,
স্বাধীন জীবন পরাধীনের কোলে
গন্ডো গোলে র মুলে মুলে !

ধন-দৌলত টাকা পয়সা
আছে ভুরি ভুরি,
মনটা গেছে পরবাসে
এখন কি যে করি!

ছোট ছিলাম ভালই ছিলাম
বড় কেন হলাম,
বিয়ের নামে মন্ত্র পড়ে
পরাধীন হলাম,

বিধির নিয়ম মেনে চলা
সামাজিক রীতি,
গ্রাম বাংলায় এসব নিয়ে
করে লুকো চুরি,

প্রথম প্রথম বিয়ের পরে
নাগোর দোলায় দুলে,
সময় গেলে দায়িত্ব বাড়ে
সন্দেহ জাগে মনে!

চাওয়া পাওয়ার হিসাব নিকাশ
করে সারাক্ষণ,
বিচ্ছেদের ডংকা বাজে
আসবে সে কখন!