সূর্য যখন আকাশের বুকে জেগে উঠে
পৃথিবী আলোকিত হয়,
অন্ধকার নিমেষে কেটে যায়।


প্রতিটি মানুষ স্বপ্ন দেখে পৃথিবীতে
আলো ফোটাতে মানব কল্যাণে,
বাধা আসে মানুষের ভিতর থেকে।


অন্ধকার, অন্ধকার নেমে আসে জীবনে
পথ খুঁজে জোনাকির আলোর মত
কখনও নিভে আবার কখনও জ্বলে উঠে !


জীবনের সিঁড়ি ভাঙ্গে ঘাত-প্রতি ঘাতে
তবুও থেমে থাকে না,
সময়ের সাথে বহমান,
রেখে যায় স্মৃতি, আলোক-বর্তিকা।