মানুষ মরে , মরে না তার কর্ম
যুগ যুগ ধরে বেঁচে থাকে তার আদর্শের মহাধর্ম ।
তাই আজও মরেনি সুকান্ত বা নজরুল,
কিন্তু মরেগেলো তোমার জানা কবিরুল বা মণীরূল।
সুভাষের বাণী আজও বেজে ওঠে স্বদেশীদের কানে ,
বিবেকানন্দের বাণী আজও মুখরিত হয় প্রতিটি যুবকের মনে ।
তাই এই মাটিতে জন্মে করোনা অধর্ম,
করে যাও মানুষের জন্য স্বার্থহীন কর্ম।
আর গড়ে তোলো সমাজের বুকে মানবতার ধর্ম ।


পরিচিতিঃ কবির জন্ম বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে । কবি বর্তমানে বাংলা বিভাগের ছাত্র ।
এই গ্রামে জন্ম মহাকবি কাশীরাম দাসের { মহাভারতের বাংলা অনুবাদক }