সত্য লোকের কদর আছে
বর্তমানে সব মিছে,
জায়গা মতো তেলটা দিলে
সবই তোমার পিছে।

মানুষ সবাই তেলের পাগল
তেলের পিছে ঘুরে,
হিসাব করা বড়ো কঠিন
যায় না যেনো পড়ে।

তেলে আদর তেলে শান্তি
তেলে তোমায় চেনা,
তেলের কাছে হার মানে
যতো খাঁটি সোনা।

নীতি কথায় কাজ হয় না
সকল চলে তেলে,
সঠিক ভাবে থাকলে পড়ে
যাবে তুমি জ্বলে।

তেল থাকলে চলে সবি
জ্ঞানের দরকার নাই,
তেলের কাছে জগৎ অন্ধ
বলে যে অভিজ্ঞতাই।