মহামারী আজ শহরের বুকে
নিঃশ্বাসে ভাসে বিষ
ঘেরাটোপে আজ বন্দি হয়েছে
ত্রাণের ঠিক হদিশ।
যেখানেই আজ তথ্য জমে
তারও বেশি জমে লাশ
শান্ত পল্লী, মানুষের ঢেউ
পথ ভুলে বাছে ঘাস।
এখানে সেখানে কড়াকড়ি
তবু বাড়াবাড়ি চলে ঠিকই
বন্ধ ঘরেতে দ্বন্দ্বরা ভরে
জীবনের দাম সিকি।
তার চেয়েও নাকি সস্তা ভীষণ
ঝুটে ভরা পৃথিবীতে
আমার চেতনা একটু ভরুক
যুদ্ধ জয়ের জিতে।


--------------------------
হাওড়া
১২.০৪.২০২০(ই.)