বুকের উচ্ছসিত স্পন্দনে অনশন তোমার
ছোবনা তোমায় -
এ বিচ্ছেদের সুর বাজে তোমার অভিমানী চোখে

হে প্রিয়তমা - যদি অশ্রু গড়িয়ে পড়ে
অভিমান ভেঙে,
চলে এসো তবে এ আমার প্রতীক্ষিত হৃদয়ে
এখানে শুধু তোমার অপেক্ষায় - ভালোবাসা

-জুন ২৮, ২০১৮ চট্টগ্রাম