ঝম্ ঝম্ ছম্ ছম্ কৱে বাজেৱে মাদল,
ৱিমঝিম ঝিম ঝিমিয়ে ঝৱে যে বাদল।
আকাশ থেকে বৃষ্টি নামে করে ছলাৎ ছল,
এমন দিনে মন যে আমার হল পাগল।
এসেছে বর্ষা এসেছে, কৃষি ভাইৱা সব তাই খুশিতে মেতেছে।
টাপুৱ টুপুৱ বৃষ্টি পড়ে ছলাৎ ছলাৎ কৱে পদ্ম-কচু পাতাতে।
সরবরে খেলা করে রাজ হংস সবে
ভেক ভায়া ডেকে চলে ঘ্যাঙর ঘ্যাঙর রবে।
এমন সময়ে সমস্ত মাঠ হয় সবুজে সবুজে ভরা,
আনন্দে তাই মাতোয়ারা হল কৃষি ভাইরা।
এগিয়ে এল এগিয়ে এল, এল খুশির দিন
তাই সবাই মিলে নাচি আয় তাক্- ধি -না -ধিন-ধিন ।।


                                      বৃষ্টি মণ্ডল
                                         (বনি)