ফেলে আসা দিনগুলো কাঁদে বারবার!
            টুকরো স্মৃতিগুলো-
  মেঘ করে আসে দু-চোখে,
            চায় না তারা পিছু হটতে -
  বারেক ফিরে ডাকে আমাকে
  ফিরে যেতে বলে তাদের কাছে আবার ।
          চোখে শুধু স্বপ্ন ভাবে রাতদিন   ফাঁকি দিয়ে চলে গেল, এল না কভু আর
                আমার  বাবিন !


চাতকের মত মন আছে চেয়ে পথের .......।
        কখন আসবে আমার বাবিন?
জীবনের চওয়া-পাওয়ার হিসাব
              মেলাতে   গেলে
                 সব ঝড়ে যায় অঝোরে,
চোখে জল আসে ভিড় করে মনে পরলে।
            কোথায় আমার বাবিন ?


ফেলে আসা দিনগুলো আসবে কি
            আবার নতুন করে ?
       আসবে কি ফিরে আমার বাবিন ?
কেউ কি বলতে পারো -
              কোথায় আমার বাবিন?
কেউ কি দিতে পারো, ঠিকানা আমায় -
                আমার  বাবিনের!
কোথা গেলে পাবো তারে - আমার কাছে
আবার করবে আদর ধরবে আমার হাত।
   বলতে কি পারো না  তোমরা -
          কোথায় আমার বাবিন?


হে আকাশ-বাতাস হে সুর্য-দেবাদি-দেব
       তুমি ও কি পারো না বলতে -
কোথায় আছে আমার বাবিন?  
আমি যে হারিয়ে ফেলেছি পথ-খুঁজে পাবার
বলে দাও না আমায়, একটু পথের ঠিকানা
    দাও বলে আমায় খুঁজে পাবার পথ ।


কোথায় আমার বাবিন আছে লুকিয়ে -
    আমায় ছেড়ে কেনই বা আছে
          আমার থেকে দূরে সরে -
কোন্ অভিমানে বলতে পারো?
              চুপ করে থেকো না -
বলে দাও আমায় - বলো না আমায়
         আমার বাবিন কোথায় .......???


                  
                                বৃষ্টি মণ্ডল