তুমি বলো আমি নাকি একটা বদ কিসিমের পাগল
তেলে মাথার উকুন বাছার মতোই
সারাদিন নাকি অন্যের খুঁত খুঁজে বেড়াই।
এবং আমি যে কর্ম করে আপনার জীবিকা নির্বাহ করি-
তাও নাকি আমার চরিত্রের একেবারে উলটো।
কিন্তু সেসবে কান দেয়ার আগেই-
তোমার হাতের এক কাপ গরম কফি চলে আসে।
কফিতে চুমুক দিতে দিতে ধোঁয়া উঠা ঘুর্ণায়মান তরলের অতল তলে-
তোমার সমস্ত জাগতিক উপেক্ষা ও প্রত্যাখানের পান্ডুলিপি জড়ো করতে থাকি।
কোনদিনই তোমাকে জানতে দেবোনা, অথচ-
কাল যে উপাখ্যান লেখা হবে তার একান্ত প্রেরণায় তুমিই থাকবে!


®সুব্রত ব্রহ্ম
ময়মনসিংহ।