আজ চলে যাবার দিনে তুমি এসেছিলে কাছে,
আমার ঘুমন্ত রাতে তুমি এসেছিলে কাছে,
রাত নাকি তাও তো জানি না তখন!
মেঘের আড়ালে সূর্য ঢেকে গেলে তখন কি রাত হতে পারে?
তখন কি চাঁদ দেখা দিতে পারে আকাশে!
যদি তাই হয়, তবে চাঁদ আছে সবসময়েই আমাদের সাথে ।
হায় চাঁদ !  নীল কস্তুরী আভার চাঁদ -
যার আলোতে আলোকিত হও তুমি,
সারাদিন ঢেকে থাকো তারই ভীষণ তেজে।
শীতের তারার তিমিরে, উষ্ণ কম্বলের গভীরে,
খুজে পেতে পেতে আবার হারিয়ে যাবো আমি সব তারাদের ভীড়ে,
আজ দিনান্তে চলে যাবার আগে-
আবার আসবে আমার কাছে, থাকবো আমি জেগে  ।
তোমার সব আলো নিয়ে এসো সাথে,
তোমার সমস্ত তেজ,
সৃষ্টির সমস্ত সমৃদ্ধি,
যা আছে তোমার সব কিছু দেখে নিতে চাই আমি আরও এক বার,
হয়তো শেষ বার!
চাই না আর কিছুই ।
শুধু আরো একবার দেখে নিতে চাই সবকিছু -
শেষবার চলে যাবার আগে ।
পিঠ ফিরে চলে গেলে যতটুকু বাকি থাকে,
সেইটুকু নিয়েই আলোকিত হবো আমি বারে বারে।