কম কথা বলা বেশ ভালো,
অভিযোগ, অনুযোগ ছেড়ে দিয়ে বেঁচে থাকা ঢের ভালো জেনে আমি ঘুম ভাঙা ভোরবেলা দেখি পৃথিবীকে ।
পৃথিবীর ভীড়ে বহু কাজ আছে,
পাখিদের মতো খুটে খুটে খুঁজে পাওয়া শস্যের দানা বড় সুস্বাদু লাগে যদি তাতে-
ভালোবাসা আর শ্রম থাকে একফোঁটা ।
যদি কোন দিন স্বাধীনতা পাই -
সন্যাসী হয়ে আমি উড়ে যেতে চাই পাখিদের বেশে -
উড়ে যেতে চাই দূরদেশে -
পরিযায়ী নই আমি পৃথিবীর কোন দেশে,
সাগরের তীরে উড়ে উড়ে যদি ভুলে যাই পৃথিবীর সব পথ,
যদি ভুলে যাই পুরাতন সব কথা,
পৃথিবীর প্রানে ছিল যতটুকু মলিনতা,
যদি ভুলে যেতে পারি সব ব্যাথা আর জড়তা -
কোন দিন মেঘেদের কোলে ঘেসে ঘেসে নাকী মরা ঘাসে !
ঘাসেও যে ফুল ফোটে তা আমি প্রথম দেখেছি এক শরতের রাতে -
জ্যোৎস্নার রাতে কেন এতো প্রেম আমি কোন দিন জেনে নিতে পারি নি সে কথা,
জেনে নিতে পারি যদি কোন দিন মায়াবিনী চাঁদ আমি কেন এতো ভালোবাসি !
তোমার শরীরের ঘ্রাণে আর ঘামে -
শিশিরের কনা ভিজে যায় -
তুমি দেখেছো কী একা একা ভেজা রাতে-
ওই ঘাসে ফুল ফোটে ।
নীল চাঁদ রাতে একা একা -
খেজুরের ডালে, দুটো কাক উড়ে আসে ।
এই চাঁদ যদি জেনে নিতে পারি কোনদিন কেন ভালোবাসি ,
তবে তোমাকেও জেনে নেব প্রিয়া একদিন, কেন ভালোবাসি ।