আজ নীল পৃথিবীতে আমি একা একা বেঁচে আছি,
তবু ভালো লাগে সবকিছু,
ভালো লাগে মাঠ-ঘাট - পাখি - বন - বনানী,
একা একা জেগে আছি বর্ষার রাতে,
নীল রঙে ভিজে থাকা আম - জাম - কাঁঠালের ডালে,
আমি ভোর হলে ছুঁতে চাই -
ছুঁতে চাই নীল কচি পাতা আর এক ফোঁটা জল ।
ভেজা আম আর ডুমুরের ডালে
কোন নীল পাখি বসে আছে সারারাত,
ভোর হলে সব আলো নিভে যায়
তবু আমি বসে থাকি একা একা নীল আকাশের আড়ালে ।