চলো নীল দিগন্তে হারিয়ে যাই
দূরে বহুদূরে,
চলো শূন্য আকাশে ডানা মেলি
পাখির মত করে।


চলো স্বাধীনতার স্বপ্ন দেখি
ঘুমিয়ে ঘুমের ঘোরে,
স্বাধিকার পেলেও পেতে পারি
উঠলে তব জেগে।


চলো সুরের মহলে গিয়ে মোরা
সুরের ঝংকার তুলি,
নির্যাতিত মানুষের মুখে একটু
হাসি ফুটাতে যদি পারি।


রংতুলিটা হাতে নাও ওরে
করব দেয়াল লিখন,
ব্যর্থ সব স্বপ্ন দিয়ে
সাজাব মোদের আঙন ।।