তোর সাথে শেষ কবে কথা হয়েছিলো,মনে নেই।
তবে আজো শত ব্যস্ততার মাঝে,কেন যেন
বারবার তোর কথা মনে পড়ে।
মনে হয়,এই তো সেই দিন-ই কথা হল।
খিলখিলিয়ে ওঠা তোর হাঁসির শব্দ,
আমি এখনো শুনতে পাই;
তোকে করা প্রশ্নগুলোর না পাওয়া উত্তর,
এখন আমি নিজেই দিতে পারি।
কিংবা,এদিক সেদিক ঘুরিয়ে তোর দেওয়া
উত্তর গুলোর কথা মনে হলে,
আমি একাকী মনে হাসতে থাকি।
জানিস?প্রথম যেদিন তোকে দেখেছিলাম
ভাবনার সেই সৌন্দর্যকেও হার মানিয়েছিলি।
তরপরের সব তো এখন এখন ইতিহাস!
দূর থেকে দেওয়া তোর জবাব সূচক স্মীত হাসিটা
কিংবা মাথা দুলিয়ে দেওয়া ইশারা গুলো,
আজ অনেক মিস করি।
শত ব্যস্ত এই জীবনের মাঝে,দূর বহুদূর থেকে
জানতে বড্ড ইচ্ছা জাগে,কেমন আছিস?
ভালো আছিস তো তুই??