জীবন নামের ব্যস্ত সড়কে
চলছি আমি একা,
পথের ধারে কতকের সাথে
হয়েছে মোর দেখা।


জানিনা কে কোন মাকসাদে
এসেছিলো এই পথে,
ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে ফের
চলে গেছে কোন বাঁকে।


সাঁই করে পাশ কেটে যাচ্ছে
দানব বাহন গুলো,
হাত উচিয়ে টাটা দিচ্ছি
থাকতে পারে কোন পরিচিত।


জ্বালিয়ে পুড়িয়ে সুর্যটা তার
নিজ ঠিকানায় ছুটছে,
নতুন দিনের স্বপ্ন নিয়ে
আসবে নতুন প্রভাতে।