সবুজ শ্যামল বাংলা কেন
রক্তিম ভাব ধরিলো,
পবিত্র এই ভূমি কেন
অপবিত্র হলো গো।


মানুষ নামের পশু গুলো
কোথা হতে আসিলো,
শান্ত মায়ের ছেলের রক্তে
বাংলা কেনো ভাসিল।


দু'মুঠো অন্ন কেউ দেয়না
না খেয়ে বালক ঘুমালো,
কোন সে দানব কাকে বাচাতে
পুলিশ তাকে জেলে পুরিলো।


মজিব জিয়া ওসমানিরা
একবার আসিয়া দেখ গো,
কোন সে বাংলা রাখিয়া গিয়েছ
মৃত্যুপুরী কিভাবে হলো গো।